লুজারের শীর্ষে সমতা লেদার

Price-Fall-loser

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩০ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Price-Fall-loser
সূচকের পতনে লেনদেন

সূত্র অনুযায়ী, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২১ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। সমাপ্ত সপ্তাহে এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটির ৩৩ লাখ ৯৯ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ১ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এসইএমএল লেকচার ইক্যুইয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ দশমিক ৯১ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮ দশমিক ২৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ২৪ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ৭ দশমিক ৯৩ শতাংশ, আইসিবি ইমপ্লোইয়িজ প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১: স্কিম ১ এর ৭ দশমিক ৩২ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৯৪ শতাংশ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।

অর্থসূচক/এমআর