২ মণ স্বর্ণ দিলেও রোনালদোকে ছাড়ছে না রিয়াল!

  • Emad Buppy
  • August 8, 2017
  • Comments Off on ২ মণ স্বর্ণ দিলেও রোনালদোকে ছাড়ছে না রিয়াল!
cristiano-ronaldo-real

আসন্ন চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দলে তারকা খেলোয়াড় বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে স্পেন, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালির ফুটবল ক্লাবগুলো। পছন্দের খেলোয়াড়দের দলে টানতে সর্বোচ্চ মূল্য দিতেও পিছপা হচ্ছে না তারা। আবার নিজেদের সেরা তারকাদের দলে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ক্লাবগুলো।

ইংলিশ, স্প্যানিশ, জার্মান ক্লাবগুলোতে মৌসুমের শুরুতে খেলোয়াড় বদলির চিত্র নতুন কিছু নয়। চুক্তি শেষ হলে নিজের পছন্দের দল বেছে নেন কেউ কেউ। আবার চুক্তি ভঙ্গ করে দল পরিবর্তনের ইতিহাসও কম নয়। দল বদলে খেলোয়াড়দের ভূমিকা থাকলেও মৌসুমের শুরুতে ক্লাবগুলোর তৎপরতা বেশি দেখা যায়।

cristiano-ronaldo-real
গোল্ডেন বল হাতে রোনালদো।

একদিকে অন্য দলের খেলোয়াড়দের টেনে নেওয়ার চেষ্টা; অন্যদিকে নিজের ঝুলিতে থাকা সেরা অস্ত্রকে অন্যের নজর থেকে বাঁচানোর চেষ্টা। গত কয়েক মৌসুম এসব চিন্তা থেকে দূরে থাকলেও এবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

আর তাইতো এই পর্তুগিজ স্ট্রাইকারের ওজনের সমপরিমাণ স্বর্ণের বিনিময়েও তাকে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিতো পেরেজ।

স্প্যানিশ কর্তৃপক্ষ রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনার পর গত সপ্তাহে রিয়াল ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইডে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। তিনি বলেন, আমি রিয়াল ছেড়ে ইংল্যান্ডে চলে যেতে চাই। সেখানে এই রকম কোনো ঝামেলা নেই।

তার এমন বক্তব্যের পরই বেশ চিন্তিত হয়ে পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর নিজেদের সেরা তারকাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি।

তবে ইংলিশ ক্লাব যাওয়ার ঘোষণা দিলেও সে রকম কোনো প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে না রোনালদোকে। বরং রিয়ালের অনুশীলন ক্যাম্পে রয়েছেন তিনি। আর রিয়ালের হয়ে আরও শিরোপা জেতার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই পর্তুগিজ ফুটবলার। তিনি বলেন, চলতি মৌসুমে আপাতত রিয়াল ছাড়ছি না। রিয়ালের হয়ে আরও শিরোপা জিততে চাই।

এদিকে ফ্লোরেন্টিতোর স্বর্ণের বিনিময়ে রোনালদোকে বিক্রি না করার ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর ওজন মাত্র ১৭৬ পাউন্ড বা প্রায় ৮০ কেজি। অর্থাৎ ২ মণ স্বর্ণ দিলে তার পরিবর্তে রোনালদোকে ছাড়বে না রিয়াল। কিন্তু ওই পরিমাণ স্বর্ণ কিনতে ব্যয় হবে ৩২ লাখ ডলার; যা রোনালদোর বর্তমান ট্রান্সফার ফি-এর তুলনায় অনেক কম।

স্বর্ণের ওজনে সবচেয়ে বেশি দামী স্ট্রাইকার হতে পারে ইব্রামিভিচ। বর্তমানে তার ওজন ২৭৯ পাউন্ড বা প্রায় ১২৭ কেজি। এই হিসেবে তার বাজারমূল্য ৩৬ লাখ ডলারের বেশি।

আর মাত্রা ২৯ লাখ ডলারের বিনিময়ে কেনা যাবে লিওনেল মেসিকে। তার ওজন মাত্র ১৫৯ পাউন্ড বা ৭২ কেজি।

অর্থসূচক/এইচআর/এমই/