সাকিবকে ছাড়িয়ে গেলেন জাদেজা

Ravindra Jadeja2

বছরের শুরুর দিকে টেস্ট অলরাউন্ডারের শীর্ষে থাকা নিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে বেশ টানাটানি হয়েছিল। শেষ পর্যন্ত গত মার্চে শীর্ষ অবস্থান দখল করেন সাকিব। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী অশ্বিনের সঙ্গে রেটিং পয়েন্টও বাড়িয়ে নিয়েছিলেন তিনি। তাই কোনো ম্যাচ না খেলেও টানা প্রায় ৫ মাস অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ছিলেন সাকিব।

গত ১৫ থেকে ১৯ মার্চ শ্রীলঙ্কায় নিজেদের শেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে একটি এবং শ্রীলঙ্কার সঙ্গে দুইটি টেস্ট খেলেছে ভারত। আর ৩ ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে সাকিবকে টপকে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর আগে মার্চের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে দারুণ পারফরম্যান্সে অশ্বিনকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছিলেন ভারতের এই স্পিনার অলরাউন্ডার।

Ravindra Jadeja
ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

আইসিসির সর্বশেষ আপডেট অনুযায়ী, জাদেজার নতুন রেটিং পয়েন্ট ৪৩৮। আর র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৪৩১ এ অপরিবর্তিত আছে। ৪১৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক অলরাউন্ডারি রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠেছেন ইংল্যান্ডের মঈন আলী; তার নতুন রেটিং পয়েন্ট ৪০৯। আর ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার বেন স্টোকস।

৫ মাস পর টেস্ট অলরাউন্ডার হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেও ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ওডিআই অলরাউন্ডার হিসেবে তার র‍্যাটিং পয়েন্ট ৩৫৩। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং পয়েন্ট ৩৩৮।

অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিব আল হাসানের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৩। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বর্তমান রেটিং পয়েন্ট ৩৪৩।

অর্থসূচক/এইচআর/এমই/