নোবিপ্রবির অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৩, ৪ নভেম্বর

  • Emad Buppy
  • August 8, 2017
  • Comments Off on নোবিপ্রবির অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৩, ৪ নভেম্বর
nstu

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স ১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম. অহিদুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য আগামী ৩ ও ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.nstu.edu.bd/ জানিয়ে দেওয়া হবে।

nstu
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ।

প্রসঙ্গত, ২০০১ সালে জুলাই মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়। ২০০৬ সালের ২২ জুন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয়।

বর্তমানে ৩টি অনুষধ এবং একটি ইনস্টিটিউটের অধীনে ২১টি বিভাগে নোবিপ্রবির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে ৪টি বিভাগ; ফ্যাকাল্টি অব সায়েন্সের অধীনে ১০টি বিভাগ এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিসনেজ স্ট্যাডিজের অধীনে ৫টি বিভাগ রয়েছে।

অর্থসূচক/সাদিয়া খান/এমই/