আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তি ভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ জামান।
আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন তিনি।

এর আগে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে একই পদে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। গত সোমবার ৭ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হয়। এর আগে গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে চলতি বছরের আগস্ট থেকে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে।
চুক্তি মোতাবেক গত সোমবার আইন ও বিচার বিভাগের সচিব পদে যোগ দিয়েছেন তিনি।
অর্থসূচক/এমই/