
মোবাইল অ্যাপের মাধ্যমে বন্ধু বা পরিচিতদের কাছে বার্তা বা ভিডিও পাঠানোর ফিচার অর্থাৎ অনলাইন চ্যাট অপশন যুক্ত করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহারের মাধ্যমে একইসঙ্গে সর্বোচ্চ ৩০ জনকে বার্তা দেওয়া যাবে।
মোবাইলের ইউটিউব অ্যাপে ভিডিওর নিচে থাকা শেয়ার অপশনে গিয়ে কন্টাক্ট লিস্টে থাকা বন্ধুদের কাছে ম্যাসেজ বা ভিডিও পাঠানো যাবে। ব্যবহারকারীরা ম্যাসেজে কোনো ভিডিও পোস্ট করলে চ্যাট বক্সে তা সবার উপরে পিন পয়েন্ট হয়ে থাকবে। শুধু তাই নয়, ভিডিও দেখতে দেখতেও বার্তা আদান-প্রদান করা যাবে।

আজ মঙ্গলবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল অ্যাপের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। গত বছরের মে মাস থেকেই এই ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছিল বলে জানিয়েছে ইউটিউব।
সর্বপ্রথম কানাডার ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠানোর ফিচার দিয়েছিল ইউটিউব। পরবর্তীতে ল্যাতিন আমেরিকার বাসিন্দাদের জন্য ওই ফিচার উন্মুক্ত করা হয়।
এই বিষয়ে ইউটিউবের প্রডাক্ট ম্যানেজার বলেন, অ্যাপটি নিয়ে পরীক্ষা চালানোর সময় যে সব ফিডব্যাক পাওয়া গেছে সেগুলোর জন্য ধন্যবাদ। ফিডব্যাকের কারণে অ্যাপটিকে কিছুটা হলেও উন্নত করতে পেরেছি আমরা।
তিনি আরও বলেন, এখনও পুরো বিশ্বের ইউটিউব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারছেন না। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বিশ্বের সব প্রান্তের ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।
অর্থসূচক/এমই/