সাংবাদিক মিজানুরকে উপযুক্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

  • durul haque
  • March 24, 2015
  • Comments Off on সাংবাদিক মিজানুরকে উপযুক্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
পটুয়াখালী প্রথম আলো প্রতিনিধি মিজানুর রহমান। ছবি সংগৃহীত
পটুয়াখালী বাউফলে প্রথম আলো প্রতিনিধি মিজানুর রহমানকে নির্যাতনের ঘটনায় রুল জারি করেছে হাইকোর্ট  । ছবি সংগৃহীত

পুলিশ হেফাজতে পটুয়াখালীর বাউফলে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমানকে নির্যাতনের ঘটনায় রুল জারি করেছে হাইকোর্ট।

রুলে মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি কেন দেওয়া হবে না এবং তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পুলিশ হেফাজতে মিজানুর রহমানকে নির্যাতনের ঘটনায় গত সোমবার তার বাবা আবদুস সালাম হাইকোর্টে একটি রিট করেন। মঙ্গলবার ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত মঙ্গলবার রাতে বাউফল উপজেলার কালাইয়ার ল্যাংড়া মুন্সিরপোল এলাকায় হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হালিম খান বাদি হয়ে সাংবাদিক মিজানুরের বিরুদ্ধে তাকে মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করেন। ওই দিন রাতেই মিজানুরকে গ্রেপ্তার করা হয়। এরপর থানায় নির্যাতনের পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।