বিটিটিএফকে ৮ লাখ টাকার সহায়তা এসবিএসির

  • durul haque
  • March 24, 2015
  • Comments Off on বিটিটিএফকে ৮ লাখ টাকার সহায়তা এসবিএসির
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম এ টাকার চেক বিটিটিএফ প্রেসিডেন্ট আব্দুল করিমের কাছে হস্তান্তর করেন।
বিটিট্ব্যািএফ প্কেরেসিডেন্রট আব্দুল করিমের কাছে আট লক্ষ টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। ছবি: সৌজন্যে

 

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে (বিটিটিএফ) ৮ লাখ টাকা প্রদান করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড।

সম্প্রতি জুনিয়র জাতীয় টেবিল টেনিস খেলায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম এ টাকার চেক বিটিটিএফ প্রেসিডেন্ট আব্দুল করিমের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ ও বিটিটিএফ পদস্থ কর্মকর্তাগণ।