‘নির্বাসিত তসলিমার’ ভারত জয়

বাংলা ভাষার সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে চূর্নি গাঙ্গুলির ‘নির্বাসিত’। ভারতে অবস্থানরত বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিনকে নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

ছবিটি তসলিমার ফেসবুক থেকে নেওয়া।
ছবিটি তসলিমার ফেসবুক থেকে নেওয়া।

মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ ঘোষণা করা হয়। এসময় বাংলা ভাষায় সেরা চলচ্চিত্র হিসেবে ‘নির্বাসিত’ সিনেমার নাম ঘোষণা করা হয়।

এ খবর শোনার পর সন্ধ্যার দিকে তসলিমা নাসরিন তার নিজের ফেসবুক পাতায় ওই সিনেমার পোস্টার পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, ‘নির্বাসিত’ সিনেমা ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতায় আমি গর্বিত।

প্রথাবিরুদ্ধ লেখিকা তসলিমা নাসরিনের নির্বাসিত জীবন থেকে প্রেরণা নিয়ে এ সিনেমা নির্মিত হয়।  ছবিটি পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেছেন চূর্ণি গাঙ্গুলি। এতে আরও অভিনয় করেছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেনসহ অনেকে। গত বছরের অক্টোবরে মুম্বাই চলচ্চিত্র উৎসবে এটি মুক্তি পায়।