
নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ রিটার্নিং অফিসার।

মঙ্গলবার দক্ষিণের রিটার্নির অফিসার মিহির সরওয়ার মোর্শেদ ও উত্তরের শাহ আলম স্বাক্ষরিত দু্টি পৃথক চিঠি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বরাবর পাঠানো হয়েছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন দুই রিটার্নিং অফিসার।
তারা বলেন, রিটার্নিং অফিসার কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম হবে। এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য নিরাপত্তা প্রয়োজন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ৫ জনের বেশি প্রবেশ, মিছিল, শো-ডাউন করতে না পারে- সে বিষয়ে ব্যবস্থা নিতেও বলা হয়েছে চিঠিতে।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১০ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল।
এমআই/