ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের বকেয়া শোধের আলটিমেটাম

  • durul haque
  • March 24, 2015
  • Comments Off on ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের বকেয়া শোধের আলটিমেটাম
rana plaza

সাভারের রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট বায়ারদের আলটিমেটাম দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

rana plaza
ধসে পড়া রানা প্লাজা (ফাইল ছবি)

আগামী ১৫ এপ্রিলের মধ্যে বায়াররা বাকি অর্থ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক প্রচার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ আল্টিমেটাম দেন।

রানা প্লাজা ধসের ২৩ মাস ও তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ২৮ মাস পূর্তিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংশ্লিষ্ট বায়াররা যদি আগামী ১৫ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের বকেয়া ৯ মিলিয়ন ডলার ট্রাস্ট ফান্ডে জমা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক প্রচার আন্দোলন শুরু হবে।

তিনি বলেন, রানা প্লাজা ও তাজরীনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। কিন্তু এখনও ৯ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে। রানা প্লাজার ৫টি গার্মেন্টেসের ২৯টি বায়ারের মধ্যে এখনও অনেক বায়ার ক্ষতিপূরণের টাকা দেয়নি।

মানববন্ধনে রানা প্লাজা ও তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহত শ্রমিকরা অংশগ্রহণ করেন।

এ সময় সভায় যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলি খান কলিন্সসহ সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।