‘ছয়েই আটকে থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধি’

  • sahin rahman
  • March 24, 2015
  • Comments Off on ‘ছয়েই আটকে থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধি’

চলতি ও আগামী বছরে এশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। নিত্যপণ্যের দাম কম এবং শিল্প খাতের পুনরুত্থান এ অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী রাখতে সহায়তা করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

তবে সামগ্রিক এশিয়ায় ভালো হলেও বাংলাদেশ তাতে তাল মেলাতে পারছে না। রাজনৈতিক অস্থিরতায় আটকে যাচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথমার্ধে উচ্চ প্রবৃদ্ধি হলে, অবরোধ-হরতালে দ্বিতীয়ার্ধে তা হোঁচট খেয়েছে। তাই চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।

এডিবি প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৫’ প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। প্রতিবছরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে ২০১৪ সালের মতো ২০১৫ ও ২০১৬ সালে এ অঞ্চলের অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে উল্লেখ করা হয়েছে।

এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকেও গতিশীল রাখবে বলে জানান এডিবি প্রধান অর্থনীতিবিদ স্যাং-জিন উই।

তার মতে, এ অঞ্চলের ভোগ্যপণ্যের দাম কমায় জ্বালানি ও অন্যান্য খাতে ভর্তুকি কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এটা এ অঞ্চলের জন্য একটি নতুন অর্থনৈতিক কাঠামো তৈরিতে সাহায্য করবে; যা দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সমষ্টিক অর্থনীতিকে সৃসংহত রাখতে সহায়তা করবে।

২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বৈশ্বিক প্রবৃদ্ধিতে ২ দশমিক ৩ শতাংশ হারে অবদান রেখেছিল। এ সময়ে চীন, লাওস, শ্রীলংকাসহ এই অঞ্চলের ৮টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে ছিল।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়া দেশগুলোতে ২০১৫ সালে প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৫ শতাংশ হলেও ২০১৬ সালে তা কমে দাঁড়াবে ৬ দশমিক ৩ শতাংশে। এসব অঞ্চলের ২০১৪ সালের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ।