ইসলামী ব্যাংকের অনলাইন পেমেন্ট সার্ভিস চালু

  • durul haque
  • March 24, 2015
  • Comments Off on ইসলামী ব্যাংকের অনলাইন পেমেন্ট সার্ভিস চালু
মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অনলাইন পেমেন্ট সার্ভিস সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করছেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক ও এসএসএল ওয়্যারলেস-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম।
মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অনলাইন পেমেন্ট সার্ভিস সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করছেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক ও এসএসএল ওয়্যারলেস-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ইন্টারনেট ও মোবাইলভিত্তিক ব্যাংকিং-এর আওতায় অনলাইন পেমেন্ট সার্ভিস চালু করেছে। মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস এর কারিগরি সহায়তায় এ সার্ভিস চালু করল ব্যাংকটি।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর ও সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ সার্বক্ষনিক ইন্টারনেট ও মোবাইলভিত্তিক ব্যাংকিংয়ে এসএসএল কমার্জের তালিকাভুক্ত প্রায় ৩৫০ মার্চেন্ট প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক ও এসএসএল ওয়্যারলেস-এর ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মাহবুব-উল-আলম ও এসএসএল ওয়্যারলেস-এর মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন।