

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সহিংসতা ও নাশকতার আন্দোলন ছেড়ে আসন্ন ঢাকা সিটি কর্পোরোশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট সিরিল সিকদার স্মরণে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশন।
সুরঞ্জিত সেন বলেন, শিগগিরই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। অতীতে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। এবারও এ নির্বাচনে অংশগ্রহণে তাদের কোনো বাধা থাকার কথা নয়। তাই বিএনপি নেত্রীকে আন্দোলনের নামে সহিংসতার পথ ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করার আ্হ্বান জানাচ্ছি।
এ সময় বিএপি নেত্রীর সমালোচনা করে তিনি বলেন, ৬৬ দিন কার্যালয়ে বসে থেকে তিনি (খালেদা জিয়া) যে আন্দোলন করছেন তা শুধু ব্যর্থই নয় চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে তারা যদি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে না আসে তাহলে আগামীতে বিএনপি রাজনীতি থেকে নির্মূল হয়ে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউর রহমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য হিউবার্ড গোমেজ, যুগ্ম সম্পাদক লিটর রোজারিও প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরিল সিকদার গত ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা।
এসএমএস/এসএম