লন্ডনে জিজ্ঞাসাবাদের প্রস্তাবে রাজি অ্যাসাঞ্জ

  • sahin rahman
  • March 13, 2015
  • Comments Off on লন্ডনে জিজ্ঞাসাবাদের প্রস্তাবে রাজি অ্যাসাঞ্জ

ব্রিটেনে এসে জিজ্ঞাসাবাদে সুইডেনের সরকারি কৌশুলিরা যে ইচ্ছা প্রকাশ করেছেন তাতে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজি আছেন।

শুক্রবার অ্যাসাঞ্জের একজন আইনজীবী সুইডেন কৌশুলিদের এই প্রস্তাবকে স্বাগত জানান।

জুলিয়ান অ্যাসাঞ্জ- ছবি সংগৃহীত
জুলিয়ান অ্যাসাঞ্জ- ছবি সংগৃহীত

এর আগে সুইডেন সাড়া জাগানো এই হ্যাকারকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পন ঠেকাতে অ্যাসাঞ্জ প্রায় ৩ বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন।

জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডরিয়ান দূতাবাসেই জিজ্ঞাসাবাদের প্রস্তাব আগেও দেওয়া হয়েছিল, কিন্তু সুইডিশ তদন্তকারীরা আগে এতে রাজি হয়নি। কিন্তু এখন তারা মত পাল্টেছেন।

তারা বলছেন, যে সময়ের মধ্যে সুইডেনে অ্যাসাঞ্জকে বিচার করা যেতে পারে, তার মেয়াদ ফুরিয়ে আসছে। সে কারণেই তারা লন্ডনে এসে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন।

এই মামলাকে ঘিরে নিয়ে যে আইনি এবং কূটনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেটি এখন কাটানো যাবে বলে আশা করছেন জুলিয়ান অ্যাসঞ্জের আইনজীবী পার স্যমুয়েলসন।

সুইডিশ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত জুলিয়ান অ্যাসাঞ্জের জন্য এক বিরাট বিজয় বলে বর্ণনা করেন তার আইনজীবী পার স্যামুয়েলসন।

তিনি বলেন, গত ৪ বছর ধরে তারা এর জন্য অপেক্ষা করেছেন। সুইডিশ তদন্তকারীরা যে এই সিদ্ধান্ত নিতে চার বছর দেরি করল, তার ফলে দূতাবাসে ৪ বছর ধরে কার্যত ঘরবন্দি অ্যাসাঞ্জের অনেক ক্ষতি হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি।