নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে ফরিদপুরে আলোচনা সভা

Faridpur
গুগল মানচিত্রে ফরিদপুর জেলা।

ফরিদপুরে ‘নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখীকরণে গণমাধ্যম ও জনগণের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার অনুষ্ঠিত হয়। ড. এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি একেএম ফরহাদুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফরিদা রহমান, অ্যাডভোকেট সুচিত্রা সিকদার জেলা

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, ফেরদৌসী রহমান প্রমুখ।