টাঙ্গাইলে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার

টাঙ্গাইল ম্যাপ

টাঙ্গাইল ম্যাপটাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় আরিফ হোসেন নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পাথরাইলের দেওজান গ্রামের একটি লেবু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 আরিফ হোসেন পাথারাইলের বরুটিয়া চিনাখোলা গ্রামের সখের আলীর ছেলে।

দেলদুয়ার থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত বুধবার থেকে আরিফ হোসেন নিখোঁজ ছিলেন। দুপুরে কয়েকজন শ্রমিক লেবু ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মান্নান ও লেবু নামে ২ জনকে আটক করা হয়েছে।