চট্টগ্রামে যুবদল কর্মী গ্রেপ্তার

ফাইল ছবি
ফাইল ছবি

জাসদের কার্যকরি সভাপতি ও সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের গ্রামের বাড়িতে ককটেল হামলা মামলার আসামি যুবদল কর্মী মো. রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে কর্ণফুলী সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, গোপনে সংবাদ পেয়ে কর্ণফুলী সেতু এলাকায় অভিযান চালিয়ে  যুবদল কর্মী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এমপি মঈনুদ্দিন খান বাদলের বাড়িতে ককটেল হামলার ঘটনার মামলায় সে এজাহারভুক্ত আসামি।

উল্লেখ, বিএনপি নেতৃত্বাধীন অবরোধ ও হরতালের মধ্যে গত ২০ জানুয়ারি রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকায় এমপি বাদলের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পরে এ হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করা হয়।