খালেদার বক্তব্যে হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা

Khatunganj
চট্টগ্রামের খাতুনগঞ্জ। ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবারের সংবাদ সম্মেলনে হরতাল অবরোধ প্রত্যাহারের ঘোষণা না দেওয়ায় চরম হতাশা ব্যক্ত করেছেন দেশের ভোগ্যপণ্যের পাইকারী বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতারা।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (কেটিআইএ) নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে হরতাল অবরোধের কারণে দেশের অন্যতম পাইকার বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে অস্থিরতা বিরাজ করছে। বেচাকেনা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। বেচাকেনা না হওয়ায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। এমন অবস্থায় ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার অবস্থা।’

তারা আরও বলেন,’সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া হরতাল অবরোধ প্রত্যাহার করবেন-এমন আশা করেছেন ব্যবসায়ীরা। কিন্তু তিনি তা না করে হরতাল-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিবৃতিতে ব্যবসায়ী নেতারা হরতাল-অবরোধ প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন- কেটিআইএর সিনিয়র সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি মীর আবদুচ সালাম, সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বন্দরবিষয়ক সম্পাদক স ম বখতেয়ার, প্রচার সম্পাদক মনোরঞ্জন সাহা প্রমূখ।