২.২ কোটি টাকার পণ্য আমদানি করবে কেপিপিএল

kppl-factory
kppl-factory
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (কেপিপিএল) এর কারখানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি তাদের ব্যবসায়িক কাজের জন্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকার যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে  এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি চায়না থেকে ১ সেট ৮টি কালার ফটোগ্রাফিউ প্রিন্টিং মেশিন, ১ সেট ড্রাই লেমিনেটর মেশিন, ১০ সেট স্লিটিং, ব্যাগ তৈরির মেশিন এবং জাপান থেকে ১ সেট হাইডেলবার্গ স্পিড মাস্টার মেশিন আমদানি করবে। এ জন্য ব্যয় করা হবে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।

এআরএস/এসএম