চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৭.৫ ডিগ্রি

cold-wave
cold-wave
কুয়াশা-ফাইল ছবি

আজকের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় যা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সৈয়দপুর এবং শ্রীমঙ্গল অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা মৃদু শৈত্যপ্রবাহ আকারে অব্যাহত থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে যা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় যা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বনিম্ন তাপমাত্রাও চুয়াডাঙ্গায় যা দশমিক ২ ডিগ্রি কমে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

গতকাল রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬ টা ৪০ মিনিটে।

এএসএ/