পেটোয়া বাহিনী ও পুলিশ গুলি করছে: রিজভী

Ruhul Kabir Rizvi
Ruhul Kabir Rizvi
নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

হরতালে দেশের বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশ গুলি করছে বলে অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ৫ জানুয়ারির পূর্বাপর ঘটনার মতো সরকার আবারও পুরনো নোংরা খেলায় মেতে উঠেছে। সরকার তার এজেন্টদের দিয়ে যাত্রীবাহী বাসসহ যানবাহনে অগ্নিসংযোগ করিয়ে এর দোষ বিরোধীদের ওপর চাপাতে চায়।

হরতালের আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনার এলাকায় বোমায় আহত হন দুইজন। আর পল্টনে বাসে ও কাজীপাড়ায় অটোরিকশায় দেওয়া হয় আগুন।

সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো মিছিল বা পিকেটিং হয়নি। এ এলাকা থেকে পুলিশ ৬ জনকে আটক করেছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুশঙ্করের জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আলামিন, ওবায়দুল, কবির, রিয়াজ, ইব্রাহিম ও কালু।

১৪৪ ধারা জারি করে গত ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসনের জনসভায় বাধা, দেশের বিভিন্ন স্থানে ওই দিনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হয়রানি ও গ্রেপ্তার এবং বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

এসএম