পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Pabna-Map
Pabna-Map
পাবনা-ফাইল ছবি

পাবনার আতাইকুলা উপজেলায় সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

সোমবার ভোরে উপজেলার শোলাবাড়িয়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের মাখন হোসেনের ছেলে রমজান আলী ও একই উপজেলার উত্তর সোলাবাড়িয়া গ্রামের মজিবরের ছেলে হেলাল।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে পত্রিকা বহনকারী একটি পিকআপ ভ্যান পাবনা যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিনচালিত যাত্রীবাহী নসিমনের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে নসিমনের ৮ যাত্রী আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।

পুলিশ নসিমনটি আটক করেছে। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

এএসএ/