
বাংলাদেশের পটুয়াখালী জেলায় ‘পানি জাদুঘর’ নামে এক অভিনব জাদুঘরের উদ্বোধন করা হবে আজ।
অ্যাকশন এইড নামে একটি এনজিও এই জাদুঘরটি স্থাপন করেছে।
আয়োজকেরা বলছেন, বাংলাদেশের মানুষের নদী-কেন্দ্রিক জীবন-জীবিকা ও সংস্কৃতি তুলে ধরাই এর উদ্দেশ্য।
তারা বলছেন জাদুঘরে যে আর্টিফ্যাক্টসগুলো রাখা হবে তা তারা সাধারণ মানুষের সাথে একযোগে কাজ করেই জোগাড় করেছেন।
নদীর ইতিহাস, নদীর উপর ছবি, গান, ফোক আর্ট এসব থাকবে এ জাদুঘরে।ফারাহ্ কবির, কান্ট্রি ডিরেক্টর অ্যাকশন এইড বাংলাদেশ
তাছাড়া নদীর ইতিহাস, নদীর উপর ছবি, গান, ফোক আর্ট এসব থাকবে এ জাদুঘরে।
বাংলাদেশে অ্যাকশন এইড এর প্রধান ফারাহ কবির বলন, জাদুঘরের সাথে তারা শিশুদেরও সংযুক্ত করতে চান যাতে তারা শুনবে নদী কিভাবে ছিল। নদী কেন্দ্রিক মাছ, পানি, গাছ, ফুল এসব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
তার মতে, “বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বা উন্নয়নের যে ধারা সেটাতে আমাদের নদীর অনেক ধরণের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদের মানুষ নদী কেন্দ্রিক এবং জীবন-জীবিকা অনেকটাই নদীর উপর নির্ভর করে”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক দিন ধরে শুনছি নদী কূটনীতি ও পানি কূটনীতি। কিন্তু এতে সাধারণ মানুষের ভূমিকা নেই। এজন্য সচেতনতা সৃষ্টির জন্য যাতে মানুষ বুঝতে পারে তাদের যে ক্ষতি হচ্ছে তাদের কথা কেউ তুলছেনা”।
ফারাহ্ কবির বলেন জাদুঘর প্রতিষ্ঠার আরেকটি কারণ হলো নদী কেন্দ্রিক যে ইতিহাস ঐতিহ্য সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া।
সূত্র: বিবিসি