গাইবান্ধায় ঢিলেঢালা হরতাল

Gaibandha
Gaibandha
গাইবান্ধার মানচিত্র

গাজীপুরে বিএনপির সমাবেশ করতে না দেয়ায় সোমবার গাইবান্ধায় ২০ দলীয় জোটের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

জেলা শহরের কিছু দোকানপাট বন্ধ থাকলেও রিক্সা, সিএনজি, অটোবাইক চলাচল করেছে। নাশকতা এড়াতে শহরের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দূরপাল্লার বাস চলাচল না করলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরে অফিস আদালত চলেছে স্বাভাবিকভাবেই।

এদিকে হরতালের প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে থানা মোড়ের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গাজীপুরে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়া এবং গয়েশ্বর রায়সহ দলীয় সকল নেতাকর্মীদেও মুক্তির দাবীতে সোমবার সারাদেশে হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।