ইন্দোনেশিয়ার বিমানবন্দরে স্বজনদের ভিড়

  • Emad Buppy
  • December 29, 2014
  • Comments Off on ইন্দোনেশিয়ার বিমানবন্দরে স্বজনদের ভিড়
Indonesia4
Iriyanto
ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান এয়ারবাস এ৩২০-২০০ এর পাইলট ক্যাপ্টেন ইরিয়ান্তো।
Rohana
নিখোঁজ বিমানের যাত্রী খায়রুন্নিসা নামে এক তরুণীর সঙ্গে তার পরিবারের ছবি নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছেন ওই তরুণীর মা রোহানা।
Indonesia3
নিখোঁজ বিমান এয়ারবাস এ৩২০-২০০ এ যাত্রা করার কথা ছিল লুইস সিধার্থ নামের এই তরুণীর। তবে ভাগ্যবশত ফ্লাইটটি মিস করেন তিনি।
Indonesia
নিখোঁজ বিমানে থাকা যাত্রীদের খোঁজে ইন্দোনেশিয়ার জুয়েন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছে স্বজনেরা। সেখানে কান্নায় ভেঙে পড়ে তারা।
Indonesia2
ইন্দোনেশিয়ার জুয়েন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত এক স্বজনের হাতে নিখোঁজ বিমানে থাকা একটি পরিবারের সদস্যদের ছবি।
Indonesia4
নিখোঁজ বিমানে থাকা যাত্রীদের খোঁজে ইন্দোনেশিয়ার জুয়েন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছে স্বজনেরা। সেখানে কান্নায় ভেঙে পড়ে তারা।
Google Map
ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ারবাস এ৩২০-২০০ এর যাত্রাপথ।