

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩টি হাতবোমাসহ মোক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোক্তার চেউটিয়া গ্রামের প্রয়াত রহমত উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহামান।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, পথ নিয়ে দীর্ঘদিন ধরে মোক্তারের সাথে স্থানীয়দের বিরোধ ছিল। রোববার সকালে তিনি একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে ৩টি হাতবোমাসহ আটক করে পুলিশে দেয়।
এএসএ/