

সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের আবেদন গ্রহণের সময় বেড়েছে। আবেদন জমা দেওয়ার সময় ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ৪ জানুয়ারি ঈদ-ই-মিলাদুন্নবীর কারণে সরকারী ছুটি থাকবে। আর ছটির কারণে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ পুঁজিবাজার বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে কোম্পানির পরিচালক মো. সুমন অর্থসূচককে বলেন, আগামী ৪ জানুয়ারি সরকারী ছুটি থাকায় জাহিন স্পিনিংয়ের আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিও আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবে।
সূত্র জানায়, আজ রোববার কোম্পানির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রবাসী বিনিয়োগকারীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩০তম সভায় এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিন স্পিনিংয়ের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
অর্থসূচক/জিইউ/এসএ/