ছুটিতে দীপিকা-ক্যাটরিনা

একদিনে বড়দিন, অন্যদিনে বছরের শেষ। বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড তারকারা। ছুটি কাটাতে তাই শুধু দেশেই নয়, বিদেশেও গেছেন অনেকে। ছুটি কাটাতে দীপিকা মালদ্বীপে গেলেও ক্যাটরিনা গেছেন লন্ডনে তার পরিবারের কাছে।

katrina kaif-deepika
ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন-ফাইল ছবি

ইন্ডিয়া টাইমস এক খবরে জানিয়েছে, বড়দিনের ছুটির পর থেকে কারো ফোনেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ফোন করলে ওপাশ থেকে রেকর্ডেড গলা জানিয়ে দিচ্ছে, ওমুক ব্যক্তি এখন বাইরে রয়েছেন। কিছুদিন বাদে যোগাযোগ করা হোক।

কারও কারও ক্ষেত্রে আবার কল ডাইভার্ট হয়ে চলে যাচ্ছে তাদের ম্যানেজারের কাছে। তারা বিনম্রভাবে জানিয়ে দিচ্ছেন, ওই বিশেষ বিশেষ তারকারা এখন ছুটিতে রয়েছেন। ফিরে এলে যেন কাজের কথা নিয়ে তাদের সাথে যোগাযোগ করা হয়।

জানা গেছে, সবচেয়ে প্রিয় জায়গা মালদ্বীপে বেড়াতে গেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফিরে এসে ‘বাজিরাও মস্তানি’র শ্যুটিং এর কাজে হাত দেবেন তিনি।

অন্যদিকে ক্যাটরিনা ছুটি কাটাতে চলে গেছেন নিজ বাড়ি লন্ডনে। সেখানেই পরিবারের সাথে সময় কাটাবেন তিনি।

শোনা গেছে, ৩০ ডিসেম্বর লন্ডনে রণবীরের সাথে আংটি বদল করবেন ক্যাট। কিন্তু সে সম্পর্কে এখনও পাকা খবর নেই।

এএসএ/