আবারও বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার ইন্টারনেট

  • Ayesha Siddika
  • December 28, 2014
  • Comments Off on আবারও বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার ইন্টারনেট
theatre_interview
theatre_interview
দ্য ইন্টার্ভিউ সিনেমাটি অবশেষে বড়দিনেই মুক্তি দেয় সনি পিকচার্স। ছবি-বিবিসি

উত্তর কোরিয়ায় আবারও ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছিল বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। এবারে দেশটির ইন্টারনেট ও থ্রিজি সিস্টেম প্রায় ২ ঘণ্টা অকার্যকর ছিল বলে জানানো হয়েছে।

এর আগেও একবার দেশটির ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল।

তবে এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে উত্তর কোরিয়া।

বিবিসি বাংলা এক খবরে জানিয়েছে, এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে ‘বানর’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন।

উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাকযুদ্ধের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কমিশন থেকে দেওয়া এই বিবৃতি। এতে বলা হয়েছে, ওবামা সবসময় বেপরোয়া হয়ে কথা বলছেন এবং কাজ করছেন গ্রীষ্মমণ্ডলীয় বনের বানরের মতন।

এদিকে উত্তর কোরিয়ার সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জন এভারআর্ড মনে করছেন, উত্তর কোরিয়া ইচ্ছে করেই ওবামাকে উদ্দেশ্য করে এমন অপমানজনক ভাষায় বিবৃতি দিয়েছে।

তিনি বলেন, এর আগেও বিবৃতি দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু তখন তারা প্রেসিডেন্ট ওবামাকে কোনো প্রকার অপমান করে নি। কিন্তু এই বিবৃতিতে তার সম্পর্কে খুবই অশিষ্টভাবে কথা বলেছে উত্তর কোরিয়া।

এভারআর্ড জানান, তার কাছে মনে হচ্ছে উত্তর কোরিয়া হয়তো ধরেই নিয়েছে, তাদের দেশে যে সাইবার হামলা হয়েছে তার পেছনে আমেরিকাই দায়ী।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে নির্মিত ‘দ্য ইন্টারভিউ’ নামে একটি কমেডি সিনেমা বানিয়েছে সিনেমা নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স। সিনেমাটি বড়দিনেই স্বল্প পরিসরে মুক্তি দেওয়া হয়েছে।

এএসএ/