

আবারও বাবা হয়েছেন পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড ওয়াসিম আকরাম। তার ২য় স্ত্রী সানিয়েরার গর্ভে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। এই শিশুর নাম রাখা হয়েছে আইলা। এটি ওয়াসিম আকরামে ৩য় সন্তান।
রোববার ভোরে ওয়াসিম আকরামের ম্যানেজার তার ফেসবুক পেজে সন্তান জন্মের খবর জানিয়েছেন।
রোববার পাকিস্তানে ডন পত্রিকার অনলাইনেও এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
২০১৩ সালের ১২ আগস্ট অস্ট্রেলীয় তরুণী সানিয়েরাকে বিয়ে করেন পাকিস্তানের বামহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। এটি ওয়াসিম আকরামের ২য় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে প্রথমবার বিয়ে করেন এই ফাস্ট বোলার। তার ১ম স্ত্রীর নাম হুমা।
২০০৯ সালের ২৫ অক্টোবর মাল্টিঅর্গ্যান ফেলিওর রোগে আক্রান্ত হয়ে মারা যান হুমা। আকরাম-হুমা দম্পতির ২টি সন্তান রয়েছে।
গত সেপ্টেম্বর মাসে ওয়াসিম আকরাম জানিয়েছিলেন, তিনি ও সানিয়েরা তাদের ১ম সন্তান প্রত্যাশা করছেন। সে সময়ে নতুন শিশুর জন্য নামও আহ্বান করেছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন আকরাম-সানিয়েরা দম্পতি।
এমই/