টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

yaba
yaba
ইয়াবা-ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার রাতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীর ৫ নং স্লুইচ গেইট কেওড়া বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৪২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল রাতে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির হাবিলদার মোতালেবের নেতৃত্বে জওয়ানরা কেওড়া বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

ইয়াবাগুলো বিজিবি ব্যাটলিয়ান সদরে রাখা হবে এবং পরবর্তীতে অনুমতিক্রমে সকলের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

এএসএ/