গার্মেন্টসকে নিরাপদ কর্মস্থল করার দাবি

  • Emad Buppy
  • December 27, 2014
  • Comments Off on গার্মেন্টসকে নিরাপদ কর্মস্থল করার দাবি
jarsi-export

গার্মেন্টকে নিরাপদ কর্মস্থলে পরিণত করতে সরকারের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি), এ্যাকর্ডসহ সব উদ্যোগ এগিয়ে নিতে বায়ার, মালিক এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

jarsi-export
গার্মেন্টে কর্মরত কয়েকজন শ্রমিক। ফাইল ছবি

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাকা দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে শ্রমিক নেতারা এ আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, এনএপি, এ্যাকর্ডসহ নিরাপত্তামূলক কাজের বিরোধিতাকারীরাই ভবিষ্যতে গার্মেন্টস শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী হবেন। তাদের এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে আস্তাকুড়ে নিক্ষেপ করা হবে।

তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের প্রশ্নে কোনো তাল-বাহানা সহ্য করা হবে না। শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি। শ্রমিকরা কাজ করতে এসে আর লাশ হয়ে ফিরতে চায় না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কাফিল উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী মোহম্মাদ আলী, গার্মেন্টস সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আকতার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯০ সালে ২৭ ডিসেম্বর রাজধানীর মিরপুরে সারাকা গার্মেন্টসে প্রথম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ২৭ জন শ্রমিকের মৃত্যু হয়। সেই থেকে শ্রমিক সংগঠনগুলো এই দিনটিকে সারাকা দিবস হিসেবে পালন করছে।

এমআই/এমই/