

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এ সময় আগামী সোমবার থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দী বলেন, ওই দিন রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে উপাচার্যের সঙ্গে দেখা করার কর্মসূচির আগেই ভর্তিচ্ছুদের আটক করেছে পুলিশ। পরে সন্দেহভাজন ভেবে ৫৪ ধারায় মামলা দিয়ে ১৬ শিক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু পরদিনই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাংচুর ও ক্ষতিসাধনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু সেদিন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোনো ক্ষয়ক্ষতি বা ভাংচুর করেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মামলা দিতে হলে জোটের নেতাদের নামেও দিতে হবে। কারণ সেদিন মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। জোটের আন্দোলনের দায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর চাপানো যাবে না। কাজেই অবিলম্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে এবং দ্বিতীয়বার ভর্তির পরীক্ষায় অংশগ্রহণের বিধান বহাল রাখতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রজোটের ঢাবি শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার মনোয়ার হোসেন মাসুদ, ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের সাবেক সভাপতি মারুফ বিল্লাহ তন্ময় প্রমুখ।