

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় অস্ত্রসহ রেজোয়ান খান ওরফে পুনম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তিনি সাংসদ আমানুর রহমান খানের মামাতো ভাইয়ের ছেলে।
এ সময় তার বাসা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুনমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল আকুরটাকুর পাড়ার জেলা সদর সড়কে পুনমদের বাসভবনে অভিযান চালায়। এ সময় পুনমের ঘর তল্লাশি করে পুলিশ একটি নাইন এম এম পিস্তল, দুটি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল, একটি রিভলবার, ১৭টি গুলি, চাপাতি-চাইনিজ কুড়ালসহ ২০টি দেশীয় অস্ত্র এবং ৩০টি ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানায়, পুনম এক সময় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি মূলত খান পরিবারের হয়ে শহরের আকুরটাকুর এলাকার একাংশ নিয়ন্ত্রণ করতেন। তার নামে টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, পুনমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি এই অস্ত্রগুলো কোথা থেকে, কীভাবে সংগ্রহ করেছেন, নাকি কেউ তাকে দিয়েছে—এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।