সুনামিতে নিহতদের জন্য প্রার্থনা

Thailand

২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামি আঘাতে বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। এর ১০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

Indonesia
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আয়োজিত বিশেষ প্রার্থনায় যোগ দিয়েছেন দেশটির কয়েক হাজার মানুষ।
Indonesia5
আচেহ এর একটি কবরস্থানে সুনামিতে নিহতদের জন্য প্রার্থনায় দেশটির এক পুলিশ সদস্য।
Thailand
ওই সুনামির আঘাতে থাইল্যান্ডে হাজারের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে ১শ এর বেশি ইউরোপিয়ান দর্শনার্থী ছিলেন। সুনামিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন স্থানীয়রা।
Germany
থাইল্যান্ডের সমুদ্র তীরে সুনামিতে নিহত অস্ট্রিয়া এবং সুইস নাগরিকদের স্মরণে জার্মানিতে শ্রদ্ধা নিবেদন।
Germani
থাইল্যান্ডের সমুদ্র তীরে সুনামিতে নিহত অস্ট্রিয়া এবং সুইস নাগরিকদের স্মরণে জার্মানিতে শ্রদ্ধা নিবেদন।
Sri Lanka
শ্রীলঙ্কার সুনামি ট্রেন বা ওশান কুইন এক্সপ্রেসে লাগানো হচ্ছে সুনামি সংক্রান্ত ব্যানার।
Stunami
সুনামিতে নিহতদের স্মরণে সাগরে ফুল দিচ্ছে এক শিশু।
Peraliya
সুনামিতে নিহতদের স্মরণে এক যুবকের প্রার্থনা।