সাড়ে ৩০০ ফুট গভীর পাইপে পড়ে গেছে শিশু

Khilgaon
খিলগাঁও মানচিত্র

রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে মাঠসংলগ্ন পানির পাম্পের ৩০০ ফুট গভীর একটি পাইপে জিয়াদ (৪) নামের এক শিশু পড়ে গেছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শিশুটি পড়ে যায়। দমকল বাহিনীর কয়েকটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

জিয়াদের বাবার নাম নাসিরুদ্দিন। তারা রেলওয়ে কলোনিতে থাকে।

দমকল বাহিনীর কর্মীরা জানান, পাইপের ব্যাস এক ফুট। তাই শিশুটিকে উদ্ধারে বড় কাউকে নিচে নামানো যাচ্ছে না। এরই মধ্যে পাইপে রশির সাহায্যে শিশুটিকে জুস দেওয়া হয়েছে। অন্ধকারে যাতে ভয় না পায়, সেজন্য দুটি টর্চলাইট পাঠানো হয়েছে।

এসএম