ময়মনসিংহে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Maymensingh
ময়মনসিংহের মানচিত্র। ফাইল ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাথিয়া গ্রামে আহাম্মদ হোসেন (৪৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আহাম্মদ হোসেন পোড়াকান্দলিয়া ইউপির ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের বহরভিটা গ্রামে ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান , গতকাল রাত সাড়ে আটটার দিকে  বেতগাথিয়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা আহাম্মদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত আহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।

ওসি এম এ হক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহাম্মদ হোসেন গ্রামের মানুষদের মধ্যে বিরোধ সৃষ্টি করিয়ে তাঁদের মামলা করার প্ররোচনা দিতেন বলে জেনেছেন। হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু করবে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এসএম