৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আ. লীগ

Bangladesh_Awami_League
Bangladesh_Awami_League
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে তাদের এ সমাবেশ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, সমাবেশ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ৫ জানুয়ারি বিকেল ৩টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।

বুধবার বকশীবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এসএম