
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের সনিতপুর এবং কোকরাঝাড় জেলায় ‘বিচ্ছিন্নতাবাদী’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ তে দাঁড়িয়েছে বলে জানা গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার।
আসাম পুলিশ অভিযোগ করে, নিষিদ্ধ সংগঠন এনডিএফবির একটি বিদ্রোহী গোষ্ঠি রাজ্যের কোকরাঝাড় ও শোণিতপুর জেলার বিভিন্ন জায়গায় এই হামলার জন্য দায়ী।
বিবিসি বাংলার এক খবরে জানিয়েছে, গত সোমবার পরিচালিত নিরাপত্তা অভিযানে এনডিএফবির ২ শীর্ষ নেতা মারা গেছে। ঐ অভিযানের প্রতিশোধ হিসেবেই সংগঠনটি হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আসাম পুলিশের প্রধান খগেন শর্মা জানিয়েছেন, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন সনিতপুর জেলার সিমাংপাড়া গ্রামে। ওই গ্রামের অন্তত ২১ জন নিহত হয়েছেন এই হামলায়।
এই হামলাকে কাপুরুষোচিত অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে আসামের মুসলিম জনগোষ্ঠি এবং অন্যান্য জাতিগোষ্ঠির ওপরও হামলা চানিয়েছিল সংগঠনটি।
এদিকে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড বা এনডিএফবি দাবি করেছে, তারা আদিবাসী বোড়ো জনগোষ্ঠির অধিকারের জন্য লড়াই করছে।
এমই/