

মাতৃজনিত কারণে ঢের সময় বিরতিতে ছিলেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সুবাদেই দীর্ঘ ৪ বছর বলিউডে ফিরতে পারেননি এই অভিনেত্রী। কিন্তু এবার ভক্তমনের খরা কাটাতে যাচ্ছেন ঐশ্বরিয়া।
আগামী বছরেই তিন তিনটি ছবি নিয়ে বলিউডে ফিরছেন তিনি ।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস ও আনুপকাচয়েসে জানানো হয়েছে, ইতোমধ্যেই সঞ্জয় গুপ্ত পরিচালিত জাজবা সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কয়েকদিন আগে তিনি করণ জোহর পরিচালিত ইয়ে দিল হ্যায় মুশকি সিনেমায় সই করেছেন।
এছাড়া আগামী বছরে হ্যাপি অ্যানিভার্সারি নামে আরেকটি সিনেমায় তাকে প্রস্তাব দেওয়ার ব্যাপারে জানিয়েছেন পরিচালক প্রাহলাদ কাক্কার। এই ছবিতে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনকে কেন্দ্রীয় রাখার কথা গত বছরে ঘোষণা করেছিলেন কাক্কার। কিন্তু গত এক বছরে ঐশ্বরিয়ার অতিরিক্ত ওজন সিনেমার শুটিংয়ের ক্ষেত্রে সমস্যা করছিল।
এই পরিচালক জানান, ছবিটির শুটিংয়ের ব্যাপারে আর কোনো পরিবর্তন থাকল না। ইনশাল্লাহ আমরা আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ সিনেমাটির শুটিং শুরু করতে পারবো।
এস রহমান/