

২০১৫ সালে ৬০ হাজার বাংলাদেশি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে পারবেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সোমবার সৌদির হজমন্ত্রী ড. বন্দার আল হাজারের সঙ্গে রিয়াদে এক বৈঠক করেছেন তিনি।
বৈঠকের পর শহিদুল ইসলাম আরব নিউজকে এই কথা জানান।
তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে হজ পালন করেছেন ৯৮ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ। এখন আগামী বছরে ওমরাহ পালনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈঠকে সদ্য শেষ হওয়া হজ ব্যবস্থাপনায় নৈপূন্যতা দেখানোর জন্য সৌদি সরকারের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, আগামী বছর সারা বিশ্ব থেকে ৫০ লাখেরও বেশি মানুষ সৌদিতে ওমরাহ করতে আসবেন বলে আশা করা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৬০ লাখ।