হাসপাতালে সিনিয়র বুশ

senior bush
senior bush
জর্জ এইচ ডব্লিউ বুশ (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মুখপাত্র জিম ম্যাকগ্রাথের বরাত দিয়ে বুধবার এক খবরে বিবিসি জানিয়েছে, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ৯০ বছর বয়সী সিনিয়র বুশকে হাউস্টন মেথডিস্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।

ম্যাকগ্রাথ আরও জানান, সতর্কতা ব্যবস্থা হিসেবে বুশকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হবে।

ব্রঙ্কাইটিসজনিত সমস্যার কারণে দুই বছর আগেও সিনিয়র বুশকে একই হাসপাতাকে ভর্তি করা হয়েছিল। সেবার দুই মাস পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

সিনিয়র বুশ যুক্তরাষ্ট্রের জীবিত প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তার ছেলে জর্জ ডব্লিউ বুশও ২০০১ থেকে দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।