হামলার নেতৃত্বে ছাত্রলীগ সভাপতি: ফখরুল

  • sahin rahman
  • December 24, 2014
  • Comments Off on হামলার নেতৃত্বে ছাত্রলীগ সভাপতি: ফখরুল
মির্জা ফখরুল
মির্জা ফখরুল
ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

রাজধানীর বকশীবাজারে বিএনপির নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হামলায় ৬ শতাধিক মানুষ আহত হয়েছে বলেও দাবি তাঁর।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি আরও বলেন, অনৈতিক ও অবৈধ সরকার বেআইনিভাবে ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের ওপর হামলা শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার। আদালতে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মধ্যদিয়ে সরকার সহিংসতা শুরু করেছে।

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাজধানীর বকশীবাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

পরে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে সে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ৬ শতাধিক নেতাকর্মী আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।


বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি