সাপের কসাইখানা

snake slaughter house 3

দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া এক সময় সাপেরও রাজ্য ছিল। বন-জঙ্গল আর সমুদ্র উপকূল-সবখানেই ছিল সাপের ছড়াছড়ি। তবে সেদিন বদলে যাচ্ছে। সাপের বাণিজ্যিক ব্যবহার নিরীহ সরিসৃপটির অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে। দেশটিতে বাহারি ডিজাইনের লেডিস ব্যাগ, জুতা ও জ্যাকেটে সাপের চামড়ার ব্যবহার বাড়ছে। সাপের চামড়া প্রক্রিয়াজাত করতে গড়ে উঠেছে অনেকগুলো প্রতিষ্ঠান।

snake slaughter house 1
সাপের মাথা কেটে ফেলার পর পানি দিয়ে চামড়া ধুয়ে নিচ্ছে সাপ কারখানার দুই কর্মী।

snake slaughter house 2

snake slaughter house 3
সাপের চামড়া শুকানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
snake slaughter house 2
শুকানোর জন্য নেওয়া হচ্ছে।
snake slaughter house 4
রোদে শুকানোর পর ফের টেনে লম্বা করা হচ্ছে।

snake slaughter house 7

তথ্য ও ছবিসূত্র: ডেইলি মেইল।