বড়দিনেই মুক্তি পাচ্ছে ‘দ্য ইন্টারভিউ’

interview_assasination

সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ক্রিসমাস ডে বা বড়দিনেই বিতর্কিত নতুন ছবি ‘দ্য ইন্টারভিউ’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স।

interview_assasination
বৃহৎ পরিসরে নয়, খুব স্বল্প পরিসরে আমেরিকার মাত্র কয়েকটি প্রেক্ষাগৃহেই ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সনি। ছবি-বিবিসি

বিবিসি বাংলা এক খবরে জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গুপ্তহত্যার পরিকল্পনার একটি কাহিনী নিয়ে নির্মিত ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাটি বড়দিনে মুক্তির কথা থাকলেও ২২শে নভেম্বর সনির কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়। এতে সিনেমাটি মুক্তির তারিখ বাতিল করে দেন কর্তৃপক্ষ।

সনিতে সাইবার হামলার পর সিনেমাটি মুক্তির তারিখ বাতিলের এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ওবামা।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করেন, সনিতে ওই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী।

কিন্তু ওয়াশিংটনের এই দাবি নাকচ করে দেয় পিয়ংইয়ং।

মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল।

এএসএ/