বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু

ফিলিপ হিউজের শোক ক্রিকেট বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। অসময়ে তার চলে যাওয়া এখনও কাঁদায়। এ অঘটনের কয়েকদিন পর বলের আঘাতে প্রাণ হারান ইসরায়েলের এক আম্পায়ার। এবার সেই ছোবল এসে পড়ল চট্টগ্রামে।

মানচিত্রে সীতাকুণ্ড
মানচিত্রে সীতাকুণ্ড

বলের আঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের কিশোর মো. রবিন। সে বিভিন্ন লিগে ভালো পারফর্ম করে আসছিল।

বুধবার বুধবার ১২ টার দিকে ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।

রবিনের চাচা মো. ইদ্রিস বলেন, সকালে চা দোকানের কাজে না গিয়ে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল রবিন। এ সময় তলপেটে বল এসে পড়লে সেটির আঘাতে অজ্ঞান হয়ে যায় রবিন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।