নওগাঁয় প্রাণ গেল শিশুসহ ৪ ভ্যানযাত্রীর

নওগাঁ
naogaon
নওগাঁ-ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৪ ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১২টায় দিকে উপজেলার বাগাচারাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস সাত্তার (৬০) ও তার শিশু কন্যা (৮), সোহেল (২২) এবং অজ্ঞাতনামা (৩০)।

দুর্ঘটনায় আহত একজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অবস্থা আশঙ্কাজনক।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রাজশাহী থেকে নওগাঁয় আসছিল। এ সময় উপজেলার বাগাচারাতে একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে ট্রাকটি পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিনসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।