

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে শীর্ষে অবস্থান করছেন তরুণ জিনিয়াস বিরাট কোহলি। তবে টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেট পরিসংখ্যানে নয়। শচীনকে ছাড়িয়ে গেছেন টুইটারে অনুসারীদের পরিসংখ্যানে।
টুইটারে টেন্ডুলকারকে টপকে সবচেয়ে বেশি অনুসারী ভারত দলের সহ-অধিনায়কের। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল পর্যন্ত টুইটারে(@imVkohli) কোহলির অনুসারীর সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ১৯০ জন। সেখানে টেন্ডুলকারের (@sachin_rt) অনুসারী ৪৮ লাখ ৬৯ হাজার ৮৪৯ জন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট চলাকালে ৪০ লাখ অনুসারী পূর্ণ হওয়ার পর কোহলি একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, এটি ৪০ লাখ অনুসারীর সেলফি।
তবে টেন্ডুলকারকে টপকে শীর্ষে অবস্থানের পর আর নতুন কোনো ছবি পোস্ট করেনি কোহলি।
ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে কোহলি-টেন্ডুলকারের পরে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনি(@msdhoni) । টুইটারে তার অনুসারী সংখ্যা ৩৩ লাখ ৮০ হাজার জন। এরপরে টুইটারে শেওয়াগের অনুসারী ৩১ লাখ ৮০ হাজার ৮১, যুবরাজের ২৭ লাখ ২৩ হাজার ৯০ এবং সুরেশ রায়নার অনুসারী ২৬ লাখ ১৭ হাজার ৮২৮।