খালেদা জিয়ার হাজিরা নিয়ে বকশীবাজারে সংঘর্ষ

  • Ayesha Siddika
  • December 24, 2014
  • Comments Off on খালেদা জিয়ার হাজিরা নিয়ে বকশীবাজারে সংঘর্ষ
clash at bakshibazar

‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ ও ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতির মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Khaleda Zia 1
দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজিরা দিতে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- কে. কে. নয়ন

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজের অস্থায়ী আদালতে তিনি হাজির হন।

দলীয় প্রধানের আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জড়ো হতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার শুরু হয়। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

খালেদা জিয়া এ মামলার বিচারক নিয়োগের বৈধতা এবং অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলে আদালত তা খারিজ করে দেন।

এরপর এ মামলার বিচারক পরিবর্তনের জন্য খালেদার দুটি আবেদন বর্তমানে হাইকোর্টে রয়েছে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার এই দুই মামলার বিচারক পরিবর্তন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই দুই মামলার অভিযোগ গঠনকারী বিচারক ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায়কে বদলি করে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) মো. আবু আহমেদ জমাদারকে বিশেষ এই আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরও একটি মামলা করে দুদক।

clash at bakshibazar
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জড়ো হতে চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছবি- মহুবার রহমান

এদিকে, দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বী হলের মোড়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলে রাব্বী হলের মোড়ে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকা থেকে তাদের মিছিলে ধাওয়া দেওয়া হয়।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় একজনের মাথা ফেটে যায়। পুলিশ কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ছোড়ে।

সংঘর্ষের একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গেটে রাস্তার ওপরে আগুন জ্বালানো হয়।

বিএনপির একদল নেতা-কর্মী ঢাকা মেডিকেলের পেছনের গেটে অবস্থান নেন। তারা সেখানে স্লোগান দেন। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।